১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, আইন আদালত, ময়মনসিংহ নেই রাস্তা নেই ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের অনুমোদন । তবুও গড়ে উঠছে বহুতল ভবন দুদকের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা।
২৮, নভেম্বর, ২০২৪, ৬:৫১ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন. কম:

 

 

নেই রাস্তা নেই ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের
অনুমোদন । তবুও গড়ে উঠছে বহুতল ভবন দুদকের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা।

 

ময়মনসিংহ নগরীর ৩ নং ওয়ার্ডের আনন্দমোহন কলেজের মহিলা হোস্টেলের পেছনে কে.সি রায় রোড়ে গড়ে উঠছে অনুমোদন বিহীন বহুতল ভবন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের লিখিত অভিযোগ যার স্মারক নং

(৪৬.২১.৬১০০.০৪৩.০০.০০০.২৪.১৬৯৬ তারিখ ২৬ ১১ ২০২৪ ইং)

 

ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশন অনুমোদন বিহীন ও চলাচলের রাস্তা বিহীন সরকারের সাড়ে তিন শতাংশ খাস
জমি ও মালিকানা জমির উপরে মাহাবুব গং দের ১৪ তলা বিল্ডিং কতটুকু নেয়সম্মত জনমনের প্রশ্ন।

স্থানীয়দের মৌখিক অভিযোগের ভিত্তিতে সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাকারী কর্মকর্তার প্রতিনিধি দল উক্ত স্থান পরিদর্শন করে এসে উদাসীনতা মনোভাবের কারণে বিরাজ করছে জনমনে খোব স্থানীয় সূত্রে আরো জানা যায় যে কিছু স্থানীয়দের ম্যানেজ করেই গড়ে উঠছে এই অবৈধ ১৪ তলা ভবনটি

(বিস্তারিত আরো আসছে)