ধোবউড়া উপজেলা তথ্য প্রতিদিন বার্নার্ড সরকার
ময়মনসিংহের ধোবাউড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার টনিক রায়(২০)নামে এক যুবককে ৫ শত ৫০ পিস ইয়াবাসহ ডেপুলিয়াপাড়া এলাকা থেকে আটক করে।পুলিশ সুত্রে জানা যায় অফিসার ইনচার্জ আলী আহাম্মদ মোল্লার নির্দেশে পুলিশ পরিদর্শক ( তদন্ত)
চাদঁ মিয়া, এস আই আব্দুল খালেক, এ এস আই আক্রাম,মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে ঘোষগাঁও ইউনিয়নের ডেপুলিয়া পাড়া নামক স্থান থেকে ৪ টা ৩০ মিনিটে টনিক (১৮) পিতা ইতিশ্বর গ্রাম ডেপুলিয়া নামের ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসে। ধোবাউড়া উপজেলায় মাদকাশক্তির পরিমাণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। মাদকদ্রব্য চোরা চালান কারীদের ব্যবসার জন্য লোভনীয় স্থান এখন বর্তমান ধোবাউড়া। বিশেষভাবে ধোবাউড়ায় যুব সমাজের একটা বিরাট অংশ মারাত্মকভাবে ঝুঁকে পড়ছে মাদকের দিক। এর প্রতিক্রিয়া হিসাবে যুব সমাজ বিভিন্ন সন্ত্রাসী ও বেআইনিভাবে কাজে জড়িয়ে পড়ছে।সমাজের বিভিন্ন পর্যায়ে মানবিক বন্ধন ও শৃঙ্খলতা ভেঙ্গে পড়ছে। সমাজ জীবন ধ্বংসের পথে এগিয়ে চলেছে। বর্তমান যুব সমাজের চিরন্তন বিশ্বস্ত জীবন সঙ্গী হলো মাদকাশক্তি।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল