২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

৭, জানুয়ারি, ২০২৫, ৪:৫৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার:

তথ্য প্রতিদিন – ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল ইমরান খানসহ তিনজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গতকাল রাতে সেনাবাহিনীর একটি দল তাঁদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তাঁদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর গত কাল সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আটক হওয়া ছাত্রদল নেতারা হলেন, আল ইমরান ছাড়াও অন্য দুজন হলেন জুনায়েত আহম্মেদ (২৩) ও মো. মিলন মিয়া (৪৮)। এর মধ্যে ইমরান সহনাটি ইউনিয়নের রাইশিমুল গ্রামের আহাম্মদ আলীর ছেলে, জুনায়েত গৌরীপুর পৌর শহরের পশ্চিম দাপুনিয়া মহল্লার আলতাব হোসেনের ছেলে ও মিলন মিয়া পৌর শহরের ইসলামাবাদ মহল্লার মৃত হোসেন আলীর ছেলে।

পুলিশ জানায়, গৌরীপুর পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড মোড় এলাকায় যানচালকদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ উঠলে গতকাল রাতে গৌরীপুর অস্থায়ী সেনাক্যাম্পের ক্যাপ্টেন ইমতিয়াজের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। তাঁরা ওই তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় গৌরীপুর পৌরসভার কর্মচারী আহাম্মদ আলী বাচ্চু বাদী হয়ে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে আসামি করে থানায় মামলা করেন।

ময়মনসিংহের গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মাযহারুল আনোয়ার গণমাধ্যম কে বলেন, সড়কে চলাচলকারী ইজিবাইকসহ অন্যান্য যানবাহন থেকে চাঁদাবাজির সময় তিনজনকে সেনাবাহিনী আটক করে তাঁদের কাছে হস্তান্তর করে। তাঁদের রাজনৈতিক পদপদবি তাঁরা জিজ্ঞাসা করেননি। মামলা শেষে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।