১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা, সারা বাংলা বাংলাবান্ধা সীমান্তে বিজিবির নতুন বিওপি’র উদ্বোধন।।
১২, জানুয়ারি, ২০২৫, ১:১৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার:

 

– পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্ধা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির নতুন বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে বাংলাবান্ধা ইউনিয়নে ১৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনে নির্মিত কাশিমগঞ্জ বিওপি উদ্বোধন করা হয়।

এদিকে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের নামফলক উন্মোচন করেন রংপুর উত্তর-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এসএম জাহিদুর রহমান।

এ সময় ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার গোলাম রব্বানী, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম, উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদসহ বিজিবির উর্ধ্বতন কর্মকতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে স্থানীয় কাশিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পঞ্চগড় ১৮ বিজিবির আয়োজনে সীমান্তবর্তী শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন উত্তর পশ্চিম রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান।