২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

১৪, জানুয়ারি, ২০২৫, ৩:১৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন. কম – ময়মনসিংহে বিপুল পরিমান নকল ভ্যাটেরিনারি ওষুধ উদ্ধার ও ধ্বংস করেছে সেনাবাহিনী।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এন এস আই এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ দুপুড়ে নগরীর কাচিঝুলি এলাকায় একটি নকল ভেটেরিনারি ঔষধ তৈরির কারখানায় যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি দল ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ।

 

এসময় কাচিঝুলি ইটাখলা সড়কে মধুরিমা নামে এক আবাসিক ভবনে গোদমজাত কৃত বিপুল পরিমাণ ভ্যাটেরিনারির নকল ওষুধ তৈরির স/র/ঞ্জা/ম ও বিপুল পরিমান ক্যামিকেল উ/দ্ধা/র করা হয়। এঘটনায় ভ্রাম্মমান আদালত এপি এগ্রো নামে একটি প্রতিষ্ঠান বন্ধ সহ তাৎক্ষণিক ত্রিশ হাজার টাকা জরিমানা করে ও উ/দ্ধা/র হওয়া পন্য ধ্বং/স করে দেয়।