তথ্য প্রতিদিন. কম - ময়মনসিংহে বিপুল পরিমান নকল ভ্যাটেরিনারি ওষুধ উদ্ধার ও ধ্বংস করেছে সেনাবাহিনী।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এন এস আই এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ দুপুড়ে নগরীর কাচিঝুলি এলাকায় একটি নকল ভেটেরিনারি ঔষধ তৈরির কারখানায় যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি দল ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ।
এসময় কাচিঝুলি ইটাখলা সড়কে মধুরিমা নামে এক আবাসিক ভবনে গোদমজাত কৃত বিপুল পরিমাণ ভ্যাটেরিনারির নকল ওষুধ তৈরির স/র/ঞ্জা/ম ও বিপুল পরিমান ক্যামিকেল উ/দ্ধা/র করা হয়। এঘটনায় ভ্রাম্মমান আদালত এপি এগ্রো নামে একটি প্রতিষ্ঠান বন্ধ সহ তাৎক্ষণিক ত্রিশ হাজার টাকা জরিমানা করে ও উ/দ্ধা/র হওয়া পন্য ধ্বং/স করে দেয়।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল