তথ্য প্রতিদিন. কম - ময়মননসিংহে ২০২৫ সালের মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত প্রতারক চক্রের একজন কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
সারা বাংলাদেশে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয় । এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত সাইবার মনিটরিং চলমান রাখার গুরুত্ব আরোপ করে সরকারের আন্ত:মন্ত্রণালয় সমন্বয় সভা ও ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে সভা অনুষ্ঠিত হয়।
এরই ধারাবাহিকতায় গত ১৫ জানুয়ারী রাত পৌনে ১২ টায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ডিভিশন থেকে ময়মনসিংহ জেলা গোয়েন্দার নিকট একটি তথ্য প্রেরণ করে। গত ১৪ জানুয়ারী গাজী কামাল হোসাইন নামক একটি ফেইসবুক আইডি থেকে একটি কমেন্টস করা হয় । যাহাতে মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪/২০২৫ এর প্রশ্নপত্র তাদের কাছে রয়েছে। এবং প্রশ্নের কিছু অংশ দেওয়া হয় ও ইনবক্সে যোগাযোগ করতে বলা হয়েছে। ১২ হাজার টাকায় প্রশ্ন পাওয়া যাবে, নগদ ৬ হাজার বিকাশ করতে হবে। হোয়াটসআ্যাপ নাম্বার দেওয়া হয়। বিষয়টি জেলা পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ওসি ডিবি সহিদুল ইসলাম কে নিদের্শনা মোতাবেক চক্রটিকে গ্রেফতার করার নির্দেশদেন। প্রশ্নপত্র ফাঁসকারী প্রতারক নাজমুল এহসান নাঈম (২১) কে ১৬ জানুয়ারী দুপুরে ময়মনসিংহ নগরীর মীরবাড়ী এলাকার একটি ছাত্রাবাস থেকে গ্রেফতার করা হয়েছে। গত ১৪ ও ১৫ তারিখ দুইদিন বিকাশের মাধ্যমে লক্ষাধিক টাকার আর্থিক লেনদেন করেছে বলে প্রতারক স্বীকার করেছে। প্রতারক নাজমুল এহসান নাঈম গত দুই বছর মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে চান্সপাইনি। সে বর্তমানে ময়মনসিংহ আনন্দমোহন কলেজের গনিত বিভাগের ১ম বর্ষের ছাত্র বলে জানা যায় । তার বাড়ী জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার খুরানা বাড়ি গ্রামের জহুরুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার বিকেল ৪ টায় পুলিশ সুপার কনফারেন্সরুমে অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ সাংবাদিকদের সাথে এক প্রেসব্রিফিং এ তথ্য জানান।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল