চীফ রিপোর্টার: – ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ২৬ জানুয়ারি ২০২৫ তারিখে সাগর এর খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে” বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি ময়মনসিংহ রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে শুরু হয় এবং এতে বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী ও সহযোগী সংগঠনের সদস্যরা অংশ নেন। বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানারে “চিহ্নিত ফ্যাসিস্টদের গ্রেফতার চাই”, “আওয়ামী হায়েনাদের শাস্তি চাই” ইত্যাদি স্লোগান দেখা যায়।
মিছিল শেষে নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে সরকারের কাছে দাবিসমূহ তুলে ধরেন এবং দ্রুত দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।
নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এই দাবিগুলো বাস্তবায়ন না করা হয়, তবে তারা আগামীতে আরও কঠোর আন্দোলন গড়ে তুলবেন। কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
রেঞ্জ ডিআইজি ও বিভাগীয় কমিশনার এর মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রুকুনুজ্জামান সরকার রুকন।