১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, অর্থনীতি, আইন আদালত, খেলাধুলা, তথ্য প্রযুক্তি, নারী ও শিশু, ফিচার, বিনোদন, ময়মনসিংহ, লাইফস্টাইল ডিবি পুলিশের অভিযান ময়মনসিংহে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০১।।
২৬, জানুয়ারি, ২০২৫, ৯:৫৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন – ময়মনসিংহ জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ এর নির্দেশে এসআই আবু বকর সিদ্দিক ইমরান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে জেলার গৌরীপুর থানাধীন মধ্যবাজার এলাকা হতে ২৫ জানুয়ারি ২০২৫ বিকেল ৪ টায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গোপাল সরকার সৌরভ (২২), পিতা-রতন চন্দ্র সরকার, মাতা-সুবিতা রাণী সরকার, সাং-কোনাপাড়া বিজয় নগর, বর্তমান সাং-সরকার পাড়া,৯নং ওয়ার্ড (পরিমল রাইটারের বাড়ীর পাশে), থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেছে। পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে । উদ্ধারকৃত ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।