তথ্য প্রতিদিন - ময়মনসিংহ জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ এর নির্দেশে এসআই আবু বকর সিদ্দিক ইমরান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে জেলার গৌরীপুর থানাধীন মধ্যবাজার এলাকা হতে ২৫ জানুয়ারি ২০২৫ বিকেল ৪ টায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গোপাল সরকার সৌরভ (২২), পিতা-রতন চন্দ্র সরকার, মাতা-সুবিতা রাণী সরকার, সাং-কোনাপাড়া বিজয় নগর, বর্তমান সাং-সরকার পাড়া,৯নং ওয়ার্ড (পরিমল রাইটারের বাড়ীর পাশে), থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেছে। পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে । উদ্ধারকৃত ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল