১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, গাজীপুর গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের ০৪ সদস্য গ্রেফতার।
২৫, ফেব্রুয়ারি, ২০২৫, ৮:০৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার: – গাজীপুর মহানগরের বাসন থানাধীন পেয়ারা বাগান এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের ০৪ (চার) সদস্য গ্রেফতার।

জিএমপি”র উপ পুলিশ কমিশনার ( মিডিয়া) সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়
জিএমপি বাসন থানাধীন পেয়ারা বাগান সাকিনস্থ পারফ্যাক্ট ওয়ার্কশপের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর হতে আসামী ১। মোঃ আবুল হোসেন (৪০), ২। আসলাম ( আসাদ (৩৫), ৩। মোঃ আরিফ মিয়া (২৫), ও ৪। মোঃ আনিস (৪০)’দেরকে ০২ (দুই) টি লোহার রড ও ০১ (এক) টি স্কু ড্রাইভার এবং ০২ (দুই) টি চাকুসহ গ্রেফতার করে।

২৪/০২/২০২৫ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে উপ পুলিশ কমিশনার ডিবি (উত্তর) বিভাগের দিক নির্দেশনায় মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক টিম বাসন থানাধীন পেয়ারা বাগান এলাকায় গাজীপুর টু টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ আবুল হোসেন (৪০) এর নিকট হতে একটি ২০ মি.মি লোহার রড ও ০১ (এক) টি কালো রংয়ের প্লাষ্টিকের হাতলযুক্ত চাকু, আসামী ২। আসলামহে আসাদ (৩৫) এর নিকট হতে ০১ (এক) টি ২০ মি.মি. লোহার রড়, আসামী ৩। মোঃ আরিফ মিয়া (২৫) এর নিকট হতে ০১ (এক) টি কালো রংয়ের প্লাষ্টিকের হাতলযুক্ত চাকু এবং আসামী ৪। মোঃ আনিস (৪০) এর নিকট হতে ০১ (এক) টি লাল রংয়ের প্লাষ্টিকের হাতলযুক্ত স্ক্রু ড্রাইভারসহ ডাকাতচক্রকে গ্রেফতার করে। উপরোক্ত আসামীগনকে জিজ্ঞাসাবাদে তাহারা বাসন থানাধীন ভোগড়া বাইপাস হইতে গাজীপুর হাইওয়ে ও আশপাশ এলাকায় ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ সংগঠন করিয়া আসিতেছে মর্মে স্বীকার করে। উল্লেখিত ঘটনায় জিএমপি, বাসন থানার মামলা নং-৩০, তারিখ-২৫/০২/২০২৫, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড এ নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়, ধৃত আসামী মোঃ আবুল হোসেন (৪০) এর বিরুদ্ধে জিএমপি এর সদর থানা থানার মামলা নং-৪২, তারিখ- ২২ ফেব্রুয়ারী ২০১৯; ধারা-৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮; ২। জিএমপি এর সদর থানার মামলা নং-২৪, তারিখ- ১৫ ডিসেম্বর ২০১৮; ধারা- ১৯(১) এর ৯(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন: ৩। জিএমপি এর বাসন থানার মামলা নং-৩৪, তারিখ-২১ মার্চ ২০২৪; ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড ১৮৬০; ৪। জিএমপি এর সদর থানার মামলা নং-১৭, তারিখ-০৮ জুন ২০২৩; ধারা-৩৬ (১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮। আসামী আসাদুজ্জামান ওরফে আসলাম (৩৫) এর বিরুদ্ধে ১। জিএমপি বাসন থানার মামলা নং-৪৩(০৭)২০, ধারা-৩৯৯/৪০২ পোনল কোড ১৮৬০, ২। জিএমপি বাসন থানার মামলা নং-১৯ (১২)২১, ধারা-৩৯৯/৪০২ পোনল কোড ১৮৬০, ৩। জিএমপি বাসন থানার মামলা নং-১১(১২)২২, ধারা-৩৯৯/৪০২ পোনল কোড ১৮৬০। আসামী মোঃ আনিস হোসেন (৪০) এর বিরুদ্ধে বাসন থানার মামলা নং-১১(১)২৫, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১৯ (ক) বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।