তথ্য প্রতিদিন – ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকসহ ৫ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, ময়মনসিংহের ডিবি’র ওসির নির্দেশে এসআই(নিঃ) মোঃ রফিকুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন গন্ডপপুর মোড় সংলগ্ন সেবা এগ্রো পোল্ট্রি ফার্ম এর সামনে ইটের সলিং রাস্তার উপর হইতে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধায় ৮০ টি নেশাজাতীয় মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ মোখলেছুর রহমান (২০) ও মোঃ নূরে ফেরদৌস (২৩)দ্বকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামী মোঃ নূরে ফেরদৌস (২৩) এর বিরুদ্ধে ০১টি মামলা আছে।
অপর অভিযানে এসআই(নিঃ) আলমগীর কবীর সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন পাটগুদাম সাকিনস্থ পাটগুদাম ব্রীজ মোড়ের উত্তর পশ্চিম কোনে জনৈক আমিরুল এর ভাসমান পুরি-সিঙ্গারার দোকানের সামনে পাকা রাস্তার পাশ হইতে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ রাত পৌনে নয়টায় ২৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ সোহাগ (৩২) ও মোঃ রাহুল (২২)দেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
উদ্ধারকৃত ৮০ টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ গ্রাম হরোইন উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০৫ জন আসামীর বিরুদ্ধে মুক্তাগাছা ও কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।