চীফ রিপোর্টার: - অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, মাগুরায় শিশু ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় সাত দিনের মধ্যে বিচারের কাজ শুরু হবে।
আজ (১৩ মার্চ) বৃহস্পতিবার বৃহস্পতিবার সচিবালয় আইন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, ধর্ষণের শিকার শিশুটির মরদেহ হেলিকপ্টারে করে মাগুরায় নেওয়া হবে। বিচার শুরুর ৭ থেকে ৮ দিনের মধ্যে বিচার শেষ হওয়ার নজির আছে।
আইন উপদেষ্টা বলেন, রোববারের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী এনে অধ্যাদেশ জারি হবে। ধর্ষণ শিশু ধর্ষণ বলাৎকার এর মামলার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল