১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জাতীয়, লীড নিউজ, সাক্ষাৎকার, সারা বাংলা সেনাবাহিনী প্রধানের সাথে ইউএস আর্মি প্যাসিফিক কমান্ড এর ডেপুটি কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ
২৫, মার্চ, ২০২৫, ১০:১৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন – সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এর সাথে ইউএস আর্মি প্যাসিফিক কমান্ড এর ডেপুটি কমান্ডার Lieutenant General Joel B. Vowell এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনাসদরে ২৫ মার্চ মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর মধ্যকার সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

 

এ সময় ইউএস আর্মি প্যাসিফিক কমান্ড এর ডেপুটি কমান্ডার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অনন্য ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও, তিনি বর্তমানে ইন এইড টু সিভিল পাওয়ার এ মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও বিভিন্ন কার্যক্রমেরও প্রশংসা করেন।

এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের মান্যবর চার্জ দ্য অ্যাফেয়ার্স Tracey Ann Jacobson উপস্থিত ছিলেন।