১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা *৩৭ লক্ষাধিক টাকা মূল্যের রড বোঝাই লরি ছিনতাই করার সময় দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে খিলক্ষেত থানা পুলিশ*।।
২৭, মার্চ, ২০২৫, ৪:২৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন. কম:

রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে ৩৭ লক্ষাধিক টাকা মূল্যের ৩২.৬০ টন রড বোঝাই লরি ছিনতাই করার সময় দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-১। মানিক মিয়া (৩৫) ও ২। দুলাল মিয়া (৫৫)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া ৩২.৬০ টন রডসহ লরি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫ খ্রি.) রাত ১২:১৫ ঘটিকায় খিলক্ষেত থানাধীন নারায়ণগঞ্জ গামী মস্তুল ফুট ওভার ব্রীজ সংলগ্ন ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

 

খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫ খ্রি.) রাতে লরি চালক মো: পারভেজ (২৪) খিলক্ষেত থানার টহল পুলিশকে সংবাদ দেয় যে, অনুমান ০০.১৫ ঘটিকার সময় অজ্ঞাতনামা ৩/৪ জন ছিনতাইকারী তাদেরকে মারধর করে ৩২.৬০ টন রড বোঝাই লরিটি ছিনতাই করে ৩০০ ফিট নারায়ণগঞ্জগামী এক্সপ্রেসওয়ে দিয়ে নিয়ে যাচ্ছে। ট্রাকটি চট্টগ্রাম আবুল খায়ের স্টিল মিল হতে রড বোঝাই করে টঙ্গি আবুল খায়ের স্টিল মিল গ্রুপের ডিপোতে নিয়ে যাওয়ার সময় কুড়িল বিশ্বরোডে ছিনতাইকারীদের কবলে পড়ে। সংবাদ পেয়ে খিলক্ষেত থানা পুলিশের চৌকস টহল দল রডসহ ট্রাকটি উদ্ধার করতে ছিনতাইকারীদের পিছু নেয়। একপর্যায়ে খিলক্ষেত থানাধীন নারায়ণগঞ্জগামী মস্তুল ফুটওভার ব্রীজ সংলগ্ন ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে গিয়ে ছিনতাইকারীদের গতিরোধ করতে সক্ষম হয় টহল পুলিশ। ঘটনাস্থল থেকে ছিনতাইকারী মানিক মিয়া ও দুলাল মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় অজ্ঞাতনামা আরো দুজন পালিয়ে যায়। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া ৩২.৬০ টন রডসহ লরি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত রডের আনুমানিক মূল্য ৩৭ লক্ষ ৭০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজনসহ পলাতক আরো দুজনের বিরুদ্ধে খিলক্ষেত থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

খিলক্ষেত থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতরাসহ ছিনতাই হওয়া লরি চালক ও হেলপারের সাথে ছিনতাইকারীদের হাতাহাতির ঘটনায় উভয় পক্ষই আহত হওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।