চীফ রিপোর্টার: – মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক নিয়ন্ত্রণ এর লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে । মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য DNC মাদক বিরোধী অভিযান ও টহল ডিউটি জোরদার করেছে।
এরই ধারাবাহিকতার অংশ হিসেবে উদয়াস্থ টহল ডিউটি চলমান রাখতে হয়। পবিত্র ঈদুল ফিতর ২০২৫ নির্বিঘ্নে উদযাপনের নিমিত্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ময়মনসিংহ এর উপপরিচালক মো: আনোয়ার হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক মুহাম্মদ আমিনুল কবির এর নেতৃতে একটি রেইডিং টিম ঘটন করে ময়মনসিংহ জেলাস্থ মাদকপ্রবণ বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান ও চেকপোস্টের মাধ্যমে অস্থায়ীভাবে তল্লাশী করা হচ্ছে । এ ধারা অব্যাহত থাকবে থাকবে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জানা যায় ময়মনসিংহ নগরীর মাদক জোন কৃস্ঠপুর,, কালিঝুলি, কেওয়াটখালী, বাকৃবি করিমভবন এলাকার পেছনে ও আকুয়া বাইপাস দিয়ে মাদক পাচার, কেনা বেচা হলেও উল্লেখযোগ্য অভিয়ান পরিচালিত হচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানিয়েছেন।