চীফ রিপোর্টার: - গৃহায়ণ ও গণপুর্ত মন্ত্রণালয়ের অধিনে গোপালগঞ্জ গণপূর্ত জোন কর্তৃক ০৮ মার্চ ২০২৫ মঙ্গলবার দিনব্যাপি গণপূর্ত জোন, সার্কেল ও বিভাগস্থ অফিস প্রাঙ্গনে পরিষ্কার-পরিচ্ছন্নতার কর্মসূচি পালন করা হয়।
সকাল ১০.৩০ ঘটিকায় গোপালগঞ্জ গণপূর্ত জোন এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ খালেকুজ্জামান চৌধুরী অনুপ্রেরণামূলক বক্তব্যর মধ্যে দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্ধোধন করেন। তিনি বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাই আমাদের অফিস ও কোয়ার্টার কম্পাউন্ডসমূহ নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
গোপালগঞ্জ জোন এর আওতাধীন সার্কেল, ই/এম পিএন্ডডি বিভাগ, গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের সকল স্তরের কর্মকর্তা এবং কর্মচারীগণ কয়েকটি দলে বিভক্ত হয়ে অফিস প্রাঙ্গন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ পরিচালনা করেন। এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ গণপূর্ত সার্কেল এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ বাহাদুর আলী, ,গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বর্নেন্দু শেখর মন্ডল, গোপালগঞ্জ গণপূর্ত ই/এম পিএন্ডডি বিভাগ এর নির্বাহী প্রকৌশলী মোঃ আবু সুফিয়ান মাহবুব , গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীবৃন্দ, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল