২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, শিক্ষা ১৬ শিক্ষার্থী এসএসসি পরীক্ষার প্রবেশ পত্র পাইনি ; ডিসির সহযোগিতায় পেলেন প্রবেশপত্র।
৯, এপ্রিল, ২০২৫, ৬:০১ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার: – আগামীকাল এসএসসি পরীক্ষা এখন পর্যন্ত পরীক্ষার প্রবেশ পত্র পাইনি শিক্ষার্থীরা। ঘটনাটি ময়মনসিংহ সদর উপজেলার ৫নং সিরতা ইউনিয়নের জয় বাংলা বাজারের চর আনন্দী পুরে। রেনেসাঁ বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের আগামীকালের পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে।

 

জানা গেছে, আজ বুধবার (০৯ এপ্রিল) সকাল থেকে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত ১৬ শিক্ষার্থী সহ অভিভাবকগণ অনশনে বসে স্কুলের সামনে। পরে সাংবাদিকগণ উপস্থিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ে।

স্থানীয়, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে জানা যায় রেনেসাঁ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভীন এর অবহেলা, অপব্যবহার, স্বেচ্ছাচারিতা সহ অসদাচরণ সহ সীমাহীন দূর্ণীতি ও শিক্ষার্থীদের কাছে নতুন করে টাকা দাবীর কারণেই এ ঘটনা।

সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত থাকলেও বার বার ফোনে যোগাযোগ করলেও মিলেনি প্রধান শিক্ষক শাহনাজ পারভীন এর দেখা। এভাবেই স্কুলের সামনে বসে রয়েছে শিক্ষার্থী ও অভিভাবকগণ।

এদিকে ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম এর নজরে এলে দ্রুত পদক্ষেপ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সমাধানের জন্য আশ্বস্ত করেন। পরে দ্রুততম ব্যবস্থা নিয়ে ডিসির সহযোগিতায় শিক্ষার্থীদের হাতে পৌঁছে প্রবেশপত্র ও রেজিঃ কার্ড।