২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১২ জন।
১০, এপ্রিল, ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন – গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১২ জন আসামী গ্রেফতার করা হয়।

এসআই (নিঃ) মাসুদ জামালী সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ডাকাতির চেষ্টা মামলার আসামী ১। পাপ্পু (৩৫), পিতা-ইদ্রিস মিয়া, ২। মোঃ মাসুদ রানা (৪৫), পিতা-মোঃ জালাল উদ্দিন, কে অত থানা এলাকা হইতে গ্রেফতার করেন।

এসআই (নিঃ) মোঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অপহরন মামলার আসামী ১। সোহান (২৯), পিতামৃত-মনছুর আলী, কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।

এসআই (নিঃ) কুমোদলাল দাস সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ মাহফুজ মিয়া (২২), পিতা-মোঃ আঃ গফুর, কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।

এসআই (নিঃ) মোঃ সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। আজিজুল হক (৩৫), পিতা-আবু সাঈদ, মাতা-বকুল বেগম, কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।

ইহাছাড়াও এসআই (নিঃ) মতিউর রহমান, মাসুদ জামালী, জসিম উদ্দিন, ফিরোজ আলী, এএসআই ফরহাদ উদ্দিন, আয়েছ মিঞা, মাহমুদুল হাসান জামান, নাজমুল হক সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৮ টি পরোয়ানা ভূক্ত আসামীদের গ্রেফতার করেন।

পরোয়ানা ভূক্ত আসামীরা হলেন
মোঃ রুবেল(), পিতা-মোঃ : রুবেল পিতা-মোঃ জা-বক্স
মোঃ বাবুল মিয়া (), পিতা-আব্দুল কুদুস,
আব্দুল্লাহ আল জীম (), পিতা-আঃ মোতালেব, ৪। মোছাঃ মমতাজ বেগম (৪০), স্বামী- মোঃ ফিরোজ মিয়া,
ছাদেকুল ইসলাম শোহান (৩১), পিতা-মৃত জমিরুল ইসলাম, ৬। সেতারা বেগম (), পিতা-/স্বামী: ইসব আলী,
মোছাঃ ঝুমি আক্তার (), পিতা-নুরুল ইসলাম,
মোছাঃ পারুল আক্তার (), পিতা-/স্বামী: মোঃ কামাল হোসেন।

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।