১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৮।।
১৬, এপ্রিল, ২০২৫, ৯:৩৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন – ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

এসআই (নিঃ) মোঃ জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী মোঃ আমিনুল ইসলাম ওরফে আমিন (৩২), পিতা-মোঃ দুলাল মিয়া, মাতা-নিলুফা বেগম, সাং-জি/১ কৃষ্টপুর আলিয়া মাদ্রাসা, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।

এসআই (নিঃ) রিপন চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী দিলীপ চন্দ্র পাল(৬০),(আওয়ামীলীগ সমর্থক), পিতা-মৃত মনিন্দ্র চন্দ্র পাল, মাতা-বকুল পাল, সাং-নয়াপাড়া, থানা-পূর্বধলা, জেলা-নেত্রকোণাকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।

জেলা মাদকদ্রব্য সংস্থা কর্তৃক থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী মোঃ ইনজামুল হক (২৪), পিতা- মোঃ ইন্তাজ আলী, সাং- কৃষ্টপুর দক্ষিণ পাড়া, আবু হামজা রোমান (২৪), পিতা- মোঃ ফজর আলী, সাং- কৃষ্টপুর আলীয়া মাদ্রাসা, উভয় উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ দ্বয়কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামীদ্বয়ের নিকট হইতে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

ইহাছাড়াও এসআই (নিঃ) মোঃ আনিসুর রহমান, এসআই মোঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০২ টি পরোয়ানা ভূক্ত আসামীদের গ্রেফতার করেন।

গ্রেফতার পরোয়ানা ভূক্ত আসামীরা হলেন

মোঃ আব্দুস সালাম তালুকদার (), পিতা-আব্দুল ওয়াজেদ তালুকদার, স্থায়ী: গ্রাম-গোলাপজান রোড (ইষ্ট) (কাচিঝুলী), উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহ, বাংলাদেশ
নূর নবী (), পিতা-মৃতঃ মোকছেদ, স্থায়ী: গ্রাম- আর. কে. মিশন রোড (১৬৫/বি আরকে মিশন রোড) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।