তথ্য প্রতিদিন. কম – রাজধানীর লালবাগে একটি মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনায় চোরাই মোবাইল, নগদ অর্থ ও তালা ভাঙ্গার সরঞ্জামসহ দুজনকে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ।
ভুক্তভোগী মোঃ আব্দুর রহিম (৩৩), পিতা-মোঃ আব্দুর রশিদ, মাতা- জাহানারা বেগম, স্থায়ী ঠিকানা—হাতিরপাড় (পানা উল্লাহ ভূঞা বাড়ী), মানিকপুর, সেনবাগ, নোয়াখালী এবং বর্তমান ঠিকানা—২১৭/২ শহিদনগর, ৩নং গলির মাথা, লালবাগ, ঢাকা—গত ২৬ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ রাত অনুমান ৩ টা ৫০টা থেকে ৪ টা ৩৫ মিনিটের মধ্যে শেখ সাহেব বাজারস্থ “মদিনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড মোবাইল বাজার” নামক দোকানে চুরির ঘটনায় লালবাগ থানায় অভিযোগ দায়ের করেন।
বাদী জানান, দোকানের কর্মচারী মোঃ সাকিব (২৪) তাকে ফোন করে জানান যে, দোকানের তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে। ঘটনাস্থলে এসে তিনি দেখেন দোকানের শাটার ভাঙ্গা এবং ক্যাশবক্স খোলা। দোকান থেকে চুরি হয়ে যায় বিভিন্ন ব্র্যান্ডের বাটন ও স্মার্টফোন এবং ক্যাশবক্সে রক্ষিত নগদ অর্থ। পরবর্তীতে সিসিটিভি ফুটেজে দেখা যায়, অজ্ঞাতনামা চোরেরা তালা ভেঙে দোকানে প্রবেশ করে চুরি করে।
এজাহারের ভিত্তিতে লালবাগ থানায় ১৪ মে ২০২৫ তারিখে মামলা রুজু হয় (মামলা নম্বর-১২, ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোড)।
মামলা রুজুর পর, লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), সহকারী পুলিশ কমিশনার জনাব জুয়েল চাকমা ও অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তাফা কামাল খান এর তত্ত্বাবধানে পুলিশের একটি চৌকস দল অভিযান শুরু করে।
১৪ মে সকাল ৯:৪০টায় মাদারীপুর জেলার কালকিনি থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ০২ জন আসামি—
১। আমিনুল ফকির (৩৩), পিতা-মোঃ কামাল ফকির, মাতা- মৃত রিনা বেগম
২। মিরাজ (৩৭), পিতা- রাজ্জাক তালুকদার, মাতা- রুপবান বেগম
উভয় সাং—নতুন আন্ডারচর, সাহেবরামপুর ইউনিয়ন, থানা—কালকিনি, জেলা—মাদারীপুর—কে গ্রেফতার করা হয়।
অভিযানে চোরাই মোবাইল ফোন ৯টি, নগদ ৯,০০০ টাকা এবং তালা কাটার সরঞ্জাম উদ্ধার ও জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।
আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।