মারুফ হোসেন কমল :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে
ময়মনসিংহ সিটি কর্পোরেশন সহ দেশ ও প্রবাসের সর্বস্থরের জনসাধারণকে পবিত্র ঈদুল আজহা'র শুভেচ্ছা জানিয়েছেন
সাবেক জনপ্রিয় মেয়র মো: ইকরামুল হক টিটু
ঐতিহ্যবাহী ময়মনসিংহের কৃতি সন্তান
গরিব ও মেহনতী মানুষের বন্ধু
এক শুভেচ্ছা বার্তায় মো: ইকরামুল হক টিটু
বলেন, পবিত্র ঈদ পরম শান্তি সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা বিদ্ধেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। পবিত্র ঈদ ধনী-গরীব সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে।
মো: ইকরামুল হক টিটু
বলেন, হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। সকল মানুষের সুখ-শান্তি কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক ঈদের দিনে আমি মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ও ঈদ মোবারক।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল