১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা রাজধানীতে পরিত্যক্ত অবস্থায় শটগান,বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে ডিবি।
২০, জুন, ২০২৫, ১০:১৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার : পরিত্যক্ত অবস্থায় দুইটি শটগান,একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন,৫০ রাউন্ড পিস্তলের গুলি এবং ৩১০ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করেছে ডিবি ডিএমপি।

রাজধানীর পল্লবী থানা এলাকার বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার করেছে ডিবি ওয়ারী বিভাগ। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির মধ্যে রয়েছে দুটি বিদেশী কালো রংয়ের শটগান , একটি সিলভার রংয়ের বিদেশী পিস্তল , দুটি সিলভার রংয়ের ম্যাগাজিন , ৫০ রাউন্ড পিস্তলের তাজা গুলি ও ৩১০ টি শটগানের সীসা গুলি ।

বুধবার (১৮ জুন ২০২৫ খ্রি.) পল্লবী থানাধীন ১৪ তলা বস্তির পিছনে কালশী স্টীল ব্রীজের নীচে ময়লার স্তুপ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

ডিবি ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পল্লবী থানাধীন ১৪ তলা বস্তির পিছনে কালশী স্টীল ব্রীজের নীচে ময়লার স্তুপে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে রাত ১১:৪৫ ঘটিকায় সেখান থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় ।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।