চীফ রিপোর্টার : সিআইডি সদর দপ্তর, ঢাকায় সহকারী পুলিশ সুপার এস এম হাসান ইস্রাফীলকে অদ্য ২৬/০৬/২০২৫ খ্রি. তারিখে বদলি-জনিত কারণে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম ।
এস এম হাসান ইস্রাফীল ২০২১ সালে ৩৮তম বিসিএস-এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি ২৮/০৮/২০২৩ খ্রি. তারিখে সহকারী পুলিশ সুপার হিসেবে সিআইডিতে যোগদান করেন। সম্প্রতি তাঁকে ময়মনসিংহ, ত্রিশাল সার্কেলে বদলি করা হলে তাঁর সম্মানে এই বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম তাঁর কর্মজীবনের নিষ্ঠা, দক্ষতা ও অবদানের জন্য আন্তরিক প্রশংসা জানান এবং আগামীর পথচলায় উত্তরোত্তর সাফল্য ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য কামনা করেন।