চীফ রিপোর্টার : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের সংগঠন সংস্কার ঐক্য পরিষদের ঘোষিত ‘শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি আগামীকাল রবিবারও চলবে। শনিবার (২৮ জুন) রাজধানীর এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার।
তিনি বলেন, সরকারের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আন্দোলনকারীরা, তবে তার আগে বর্তমান এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। আন্দোলনকারীদের অভিযোগ, রাজস্ব সংস্কারকে বাধাগ্রস্ত করতে তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন নিপীড়নমূলক কর্মকাণ্ড চালাচ্ছেন।
শনিবার সকাল থেকেই জাতীয় রাজস্ব বোর্ডে কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল। কেউ অফিসে ঢুকতে বা বের হতে পারেননি। বন্ধ ছিল দেশের সব কাস্টম হাউস, শুল্ক স্টেশন এবং বন্দর কার্যক্রমও। এতে আমদানি-রপ্তানিতে শুল্কায়ন সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়ে।
সংবাদ সম্মেলনে হাছান মুহম্মদ বলেন, “বর্তমান এনবিআর চেয়ারম্যান ২৫ মে সরকারের জারিকৃত প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী রাজস্ব সংস্কার বাস্তবায়নে অযোগ্য এবং বিশেষ একটি ফ্যাসিবাদী গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নে নিযুক্ত।”
তিনি আরও দাবি করে বলেন, ৪৪ জন আমলার একটি তালিকায় চেয়ারম্যান তৃতীয় অবস্থানে রয়েছেন, যাদের মাধ্যমে সরকারের ‘নিপীড়নমূলক নীতিমালা’ বাস্তবায়িত হচ্ছে।
সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, আন্দোলনে নেতৃত্ব দেওয়া পাঁচজন কর্মকর্তাকে হঠাৎ বদলি করে ঢাকার বাইরে কম গুরুত্বপূর্ণ দপ্তরে পাঠানো হয়েছে। এসব বদলিকে ‘চাকরিবিধি লঙ্ঘন’ এবং ‘প্রতিহিংসামূলক’ বলে উল্লেখ করা হয়।
সংগঠনটি জানায়, এই পরিস্থিতিতে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চলবে। তবে তারা জানান, আন্তর্জাতিক যাত্রীসেবা এই শাটডাউনের আওতামুক্ত থাকবে।
চূড়ান্তভাবে বলা যায়, এনবিআরে চলমান অচলাবস্থা নিরসনে কার্যকর পদক্ষেপ না নিলে রাজস্ব আদায়ে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল