স্টাফ রিপোর্টার :
ঈশ্বরগঞ্জ উপজেলা উচাখিলা কারিগরি কলেজের ছাত্রী আনিকা কে ৯ই জানুয়ারি ২০২৫ অপহরন করে নিয়ে যায়
মো: তারিকুল ইসলাম, পিতা বিপুল মিয়া, মাতা খাদিজা বেগম,তার চাচা সাবেক আওয়ামী লীগ নেতা বর্তমান নব বিএনপি সন্ত্রাসী কাজল আনিকার মা-বাবাকে সব সময় হুমকি-ধামকি ভয় ভিত্তিক দেখাচ্ছেন ।যেন তারা থানায় মামলা না করে। তাহলে বাড়িতে এসে মেরে ফেলবে। এই ভয়ে আনিকা ও তার পরিবার আতংকে দিন কাটাচ্ছেন।
থানা ঈশ্বরগঞ্জ মাঝিয়া কান্দি,
মে র বাড়ি উচাখিলা রাজিবপুর ইউনিয়ন গ্রাম উজানচর