১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, আইন আদালত, নারী ও শিশু, ময়মনসিংহ অপহরনের পনেরো দিন পর অজ্ঞান অবস্থায় কলেজ ছাত্রীকে বাড়ির সামনে রেখে যায়।।
১১, জুলাই, ২০২৫, ১১:১৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

স্টাফ রিপোর্টার :

ঈশ্বরগঞ্জ উপজেলা উচাখিলা কারিগরি কলেজের ছাত্রী আনিকা কে ৯ই জানুয়ারি ২০২৫ অপহরন করে নিয়ে যায়
মো: তারিকুল ইসলাম, পিতা বিপুল মিয়া, মাতা খাদিজা বেগম,তার চাচা সাবেক আওয়ামী লীগ নেতা বর্তমান নব বিএনপি সন্ত্রাসী কাজল আনিকার মা-বাবাকে সব সময় হুমকি-ধামকি ভয় ভিত্তিক দেখাচ্ছেন ।যেন তারা থানায় মামলা না করে। তাহলে বাড়িতে এসে মেরে ফেলবে। এই ভয়ে আনিকা ও তার পরিবার আতংকে দিন কাটাচ্ছেন।

 

থানা ঈশ্বরগঞ্জ মাঝিয়া কান্দি,

মে র বাড়ি উচাখিলা রাজিবপুর ইউনিয়ন গ্রাম উজানচর