১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত।।
১৬, জুলাই, ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ণ - প্রতিনিধি: ,

জহির রায়হান, ময়মনসিংহ :

সমাজকল্যাণ মন্ত্রণালয়র প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালার আলোকে অনলাইনে আবেদিত যাচাই বাছাইকৃত ১৭৭২টি অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তকরণের দাবীতে ময়মনসিংহে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনের ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে জেলার সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক—কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মো: আব্দুছ ছালাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপদেষ্টা—১ মো: মাহফুজুর রহমান, সহ—সভাপতি মো: নূরে আলম বাবলু, ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক এম.এ সালাম, সহ—সভাপতি তোফাজ্জল হোসেন ভূইয়া, জেলা সমন্বয়ক ও বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য সচিব ময়মনসিংহ জেলা শাখার আলী হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ময়মনসিংহ বার ইউনিটের আহ্বায়ক এডভোকেট সৈয়দ এনায়েত উর রহমান, এ.কে এম আশিকুল হক প্রমুখ।
বক্তারা বলেন, পিছিয়ে পড়া প্রতিবন্ধী শিশুদের সমাজের মূলধারায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিদ্যালয়গুলো। ২০১৯ সালে ২০ ডিসেম্বর সমাজকল্যাণ মন্ত্রণালয় বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওর জন্য প্রজ্ঞাপন দিয়ে অনলাইনে আবেদন নেয়। পরবতীর্তে অনলাইন আবেদনকৃত ২৭৪১টি প্রতিষ্ঠানের আবেদন যাচাই বাছাই সাপেক্ষে ১৭৭২টি প্রতিষ্ঠান ক, খ, গ শ্রেণিতে বিভক্ত করা হয়। বিগত ফ্যাসীবাদী সরকার অনলাইন আবেদনের পর থেকে দীর্ঘ ৫ বছর বিভিন্ন তালবাহানা সময়ক্ষেপন করে প্রতিষ্ঠানগুলোর শিক্ষক কর্মচারীর মৌলিক অধিকার ক্ষুন্ন করে জীবমান চরম হুমকীর মুখে পড়ে মানবেতর কষ্টে জীবন যাপন করছে।
তাঁরা বলেন, বিগত স্বৈরাচার সরকার আমলে চরমভাবে বৈষ্যম্যের শিকার হয়েছি। আমরা বিদ্যালয় গুলোর স্বীকৃতি ও এমপিওভূক্তির জোর দাবি জানাচ্ছি।
মানববন্ধন শেষে ময়মসিংহ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও জেলা সমাজসেবা পরিচালকের মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন শিক্ষক—কর্মচারীরা।

হত্যা মামলার আসামী শাহ জাহান মৃধা (৬০) সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক গ্রেফতার।।

হত্যা মামলার আসামী শাহ জাহান মৃধা (৬০) সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক গ্রেফতার।।

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলার আসামি র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প ও র‍্যাব-০১, উত্তরা কর্তৃক গ্রেফতার।।

ছিনতাইকৃত ও হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিলেন র‍্যাব ১৪

অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত ০২ (দুই) আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব ১৪।।

ঈশ্বরগঞ্জে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, বিক্ষোভ মিছিল ও জনসংযোগ লিফলেট বিতরণ করেন।