৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ সারা বাংলা ইসলামিক ফাউন্ডেশন, ময়মনসিংহের আয়োজনে টাইফয়েড টিকাদান উপলক্ষ্যে এডভোকেসি সভা।।
৬, অক্টোবর, ২০২৫, ৩:৫৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার : টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষ্যে ময়মনসিংহ বিভাগের ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের কারিগরি সহায়তায় ফাউন্ডেশনের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। টাইফয়েড টিকার গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, কোরআনে হিকমাহ প্রয়োগ করার কথা বলা হয়েছে। রাসূল (সা.) দাওয়ার ব্যাপারে নিষেধ করেননি। টাইফয়েড টিকার কাল্পনিক ক্ষতিকর দিক নিয়ে অনেকে অনেক রকমের অপব্যাখ্যা দেয়ার চেষ্টা করতে পারে। কিন্তু বহু বছর ধরে গবেষণায় চলে আসা টাইফয়েডের বর্তমান যে ভ্যাকসিন রয়েছে, তা সম্পূর্ণ নিরাপদ ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন। আলেম-ওলামাদেরকে তৃণমূল পর্যায়ে টাইফয়েড ভ্যাকসিনেশনের প্রতি ভয় ও কুসংস্কার কাটিয়ে মানুষকে এর গুরুত্ব তুলে ধরতে বিভাগীয় কমিশনার আহ্বান জানান।

ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জেলা প্রশাসক মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে এই টিকাদান ক্যাম্পিংকে কেন্দ্র করে কুসংস্কার ও ভুলধারণা ভেঙে দিতে আলেম সমাজ কাজ করবেন বলে আশাপ্রকাশ করেন।

ইসলামিক ফাউন্ডেশন, ময়মনসিংহের পরিচালক মো. হাবেজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ময়মনসিংহ বিভাগের জেলা পর্যায়ের ওলামা নেতৃবৃন্দ, কওমি মাদ্রাসার শিক্ষক, ফাউন্ডেশনের কর্মকর্তাগণ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।