৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ আন্তর্জাতিক ইন্দোনেশিয়ার মাদ্রাসা ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪।।।
৬, অক্টোবর, ২০২৫, ৯:২১ অপরাহ্ণ - প্রতিনিধি:

আন্তর্জাতিক নিউজ তথ্য প্রতিদিন : ইন্দোনেশিয়ার একটি মাদ্রাসা ভবন ধসের ঘটনায় গতকাল সোমবার মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকর্মীরা এখনও নিখেঁাজ বেশ কয়েকজনের সন্ধানে ভবনটির ধ্বংসস্তুপের ভেতর তল্লাশী চালিয়ে যাচ্ছে। গত সপ্তাহে শিক্ষার্থীরা জোহরের নামাজের প্রস্তুতি নেওয়ার সময় ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে বহুতল ভবনের একটি অংশ হঠাৎ ধসে পড়ে। জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (বাসার্নাস)—এর অপারেশন ডিরেক্টর যুধি ব্রামান্তিও এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা এখন পর্যন্ত ৫৪টি লাশ উদ্ধার করেছি।’ আবাসিক মাদ্রাসা ভবনটির ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধারকর্মীরা এখনও দিনরাত কাজ করে যাচ্ছে। যুধি আরো বলেন, আমরা আশা করি, গতকাল সোমবার উদ্ধারকাজ শেষ করতে পারব এবং আমরা লাশগুলোকে তাদের (পরিবারের কাছে) ফেরত দেব। জাতীয় দুর্যোগ সংস্থার (বিএনপিবি) উপ—প্রধান বুদি ইরাওয়ান বলেন, ধসটি ছিল এ বছরের এখন পর্যন্ত ইন্দোনেশিয়ার সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ। তিনি আরও বলেন, এই ঘটনায় কমপক্ষে ১৩ জন এখনও নিখেঁাজ রয়েছে। তদন্তকারীরা ধসের কারণ অনুসন্ধান করছেন। তবে বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে ধারণা করছেন যে নিম্নমানের নির্মাণকাজ এই ধসের জন্য দায়ী হতে পারে। সেপ্টেম্বরে জাভার পশ্চিমাঞ্চলে একটি প্রার্থনা অনুষ্ঠানের আয়োজনকারী ভবন ধসে কমপক্ষে তিন জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।