আন্তর্জাতিক সংবাদ তথ্য প্রতিদিন : স্লোভেনিয়ার জুলিয়ান আল্পসে তোসকা পর্বতচূড়ার নিচে তুষারধসে তিন ক্রোয়েশীয় পর্বতারোহী নিহত হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। আবহাওয়া নিয়ে সতর্কবার্তার পরও পর্বত আরোহনে যাওয়া এই তিনজনের মধ্যে রোববার উদ্ধারকারীরা একজনের মৃতদেহ পায়। পরে বাজে আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়। গতকাল সোমবার ৪৫ উদ্ধারকারীর একটি দল, পুলিশ ও হেলিকপ্টারের সহযোগিতায় এক হাজার ৮০০ মিটার উচ্চতায় বাকি দুই পর্বতারোহীর মৃতদেহ মেলে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। “তিনজনই নিহত হয়েছে,” স্লোভেনিয়া ও ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীদের উপস্থিতিতে হওয়া সংবাদ সম্মেলনে বলেন উদ্ধারকারী দলের নেতৃত্ব দেওয়া মিহা আরখ। “উদ্ধারকারীদের জন্য অভিযানটি ছিল বেশ কঠিন ও বিপজ্জনক,” তিনি বলেন। আরখ জানান, বাজে আবহাওয়ার কারণে প্রথমদিন হেলিকপ্টার মাটি থেকে উড়তেই পারেনি, সোমবার তা উড়ানো হয়েছে কাছাকাছি একটি পর্বতশৃঙ্গ থেকে। তারপর হেলিকপ্টার পেঁৗছায় সেই জায়গায় যেখান থেকে এক পর্বতারোহীর টেলিফোন সঙ্কেত মিলেছিল। ভেজা তুষার ও বাতাসের কারণে এই তুষারধসের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। প্রাণ হারানো তিন পর্বতারোহী আড্রিয়াটিক সমুদ্র তীরবর্তী শহর সি্প্লট থেকে যাওয়া ক্রোয়েশীয় পর্বতারোহী দলের সদস্য ছিলেন। অস্বাভাবিক গরমের পর দিনকয়েক আগে দক্ষিণপূর্ব ইউরোপজুড়ে পাহাড়গুলোতে ব্যাপক তুষারপাতের ঘটনা ঘটেছে। এ সময় পর্বত আরোহনে না যেতে অনুরোধ করেছেন স্লোভেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বোস্তজান পোকলুকার। “ভালো তুষার পড়ছে, পরিস্থিতি খুবই চ্যালেঞ্জিং। তাই আমি পাহাড়ে না যাওয়ার পরামর্শ দিচ্ছি। আমরাও পাহাড়ের উদ্ধারকারী ও হেলিকপ্টার ক্রুদের বিপদে ফেলতে চাই না”, বলেছেন তিনি।