ধোবাউড়া প্রতিনিধি(বার্নার্ড সরকার)
ঃ-ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ধোবাউড়া বাজারে ব্রিজের পূর্ব পাশে কলসিন্দুর রোডে মঙ্গলবার দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাফিকুজ্জান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিঃ ডেভিড রানা চিসিম।দুর্গাপুর উপজেলার শিবগঞ্জ থেকে আসা ৯ টি ট্রাক কে সড়ক পরিবহন আইন ২০১৮ সালের ৮৪ এবং ৮৬ ধারা মোতাবেক অতিরিক্ত মালবাহী ওজনের জন্য ৬৫০০০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ী( ৯) জনের-১০ দিন জেল। উক্ত অভিযানে অংশ গ্রহণ করে ধোবাউড়া থানার এস আই আলী হোসেন সহ সঙ্গীয় ফোর্স।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল