১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জেলা/উপজেলা, ময়মনসিংহ ত্রিশালে যুবলীগের আয়োজনে শেখ ফজলুল হক মনির ৮০তম জন্মদিন পালন।।
৪, ডিসেম্বর, ২০১৯, ৮:০৮ অপরাহ্ণ -

আরিফ রব্বানী – বাংলার জাতীয়তাবাদী আন্দোলনের সৃজনশীল যুবনেতা, মুজিব বাহিনীর অধিনায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮০তম জন্মদিন উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে উপজেলা যুবলীগের আয়োজনে আলোচনা সভা, দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সরকার জুয়েল ও সাধারন সম্পাদক গোলাম মোস্তফাসহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জাহিদুল ইসলাম সরকার জুয়েল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নির্দেশে যুবকদের দেশের কল্যানে নিবেদিত করতে শহীদ শেখ ফজলুল হক মনির নেতৃত্বে যুবলীগ প্রতিষ্ঠিত হয়েছিল।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় যুবলীগ আজ শক্তিশালী সংগঠন। এ সংগঠনের নতুন নেতৃত্ব এসেছেন শহীদ শেখ ফজলুল হক মনির যোগ্য উত্তরসুরী শেখ ফজলে সামশ পরশ।

যুবলীগকে সুসংগঠিত ও কালিমামুক্ত রাখতে যোগ্য নেতৃত্বের হাতে যেন দায়িত্ব অর্পন করা হয়। এক্ষেত্রে ছাত্রলীগ থেকে উঠে আসা নেতৃত্বকে প্রধান্য দেয়ার বিষয়ে তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহবান জানান তিনি।

আলোচনা সভা শেষে শহীদ শেখ ফজলুল হক মনির আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।