মোঃ মোহন মিয়া , দুর্গাপুর ( নেত্রকোনা ) প্রতিনিধি ।
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার পৌরবাজারের তালুকদার মার্কেটের দ্বিতীয় তলায় এই ভয়াবহ অগ্নিকান্ড ঘটে । ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল মার্কেটে ইলেকট্রনিক্্র এর ২০ টি দোকান। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ আগুনের সূত্রপাত হয় । স্থানীয সূত্রে জানা যায় দুপুর দিকে হঠাৎ তালুকদার মার্কেটের দ্বিতীয় তলার একটি গুদাম ঘর থেকে ধোঁয়া বের হতে থাকে এবং সে ধোঁয়া মার্কেটের চারদিকে ছড়িয়ে পড়ে সাথে সাথে ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে । দ্বিতীয় তলার পুড়ে যাওয়া গুদাম ঘরটি ছিলো তালুকদার মার্কেটের ভাড়াটিয়া জীবন চক্তবর্ওীর ইলেকটনিক্র্র এর দোকান। দুর্গাপুর ফায়ার সার্ভিস লিডার সাইফুল ইসলাম বলেন বৈদ্যুতিক শর্টসার্কিট এর মাধ্যমে আগুনের সূত্রপাত হয়, আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১৫ লক্ষ টাকার মালামাল উদ্ধার করি এবং ৩ লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে যায় ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল