১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জেলা/উপজেলা, ময়মনসিংহ দাপুনিয়া গোষ্টা গ্রাম উন্নয়ন কমিটি’র সাথে জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের মত বিনিময়
৭, ডিসেম্বর, ২০১৯, ৭:১৮ অপরাহ্ণ -

রাশিদ আহমেদ নিসর্গ :- ময়মনসিংহ সদরের দাপুনিয়া ইউনিয়নে গোষ্টা গ্রাম উন্নয়ন কমিটি’র সাথে জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সাথে মত বিনিময় সভা গতকাল ৭ ডিসেম্বর শনিবার সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ময়মনসিংহ এপি’র সহযোগীতায় গোষ্টা গ্রাম উন্নয়ন কমিটি’র আয়োজনে গোষ্টার হায়দার চেয়ারম্যান বাড়ীর মাঠে অনুষ্ঠিত হয়।

উক্ত মত বিনিময় সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ময়মনসিংহ এপিসি.র ম্যানেজার রাজু উইলিয়াম রোজারিও। এরপর মত বিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মো. সাজেদুল ইসলাম, দাপুনিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শাকিরুল ইসলাম শাকিল, সাবেক মেম্বার মো. আতাউর রহমান, গোষ্টা গ্রাম উন্নয়ন কমিটি’র সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, গোষ্টা গ্রাম উন্নয়ন কমিটি’র শিখা আক্তার সহ অনেকে। দাপুনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব আনিছুর রহমান কাজল এর সভাপতিত্বে অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ময়মনসিংহ এপি’র প্রোগ্রাম অফিসার আশুতোষ রেমা।
মত বিনিময় সভায় জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, এই গ্রামে বেকারত্ব, বাল বিবাহ মুক্ত ও ভিক্ষুক মুক্ত করার লক্ষে সকলের কাজ করতে হবে। আসুন আমরা নিজের প্রয়োজন আগে না দেখে অন্যের প্রয়োজনটা আগে দেখি। গোষ্টা গ্রাম উন্নয়ন কমিটি’র সাধারণ সম্পাদক মইনুল ইসলাম তার বক্তব্যে বলেন. এই সংগঠনের কোন ফান্ড নেই। আমরা বিভিন্ন এনজিও থেকে যেমন একটি বাড়ি একটি খামার, ইউনিয়ন পরিষদ, আশা, দি হাঙ্গার প্রজেক্ট, ব্র্যাক, আসপাডা, ওয়ার্ল্ড ভিশন, গ্রামিন ব্যাংক থেকে সাহায্য নিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমাদের এই গোষ্টা গ্রাম উন্নয়ন কমিটি’র মতো আরো ১২০টি গ্রামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ময়মনসিংহ এপি কাজ করছে। এজন্য ওয়ার্ল্ড ভিশন বাংলাদে কে ধন্যবাদ।