১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জেলা/উপজেলা, ময়মনসিংহ ধোবাউড়া উপজেলা সাধু যোহনের ধর্মপল্লী,ধাইরপাড়া
৮, ডিসেম্বর, ২০১৯, ১১:০০ অপরাহ্ণ -

বার্নার্ড সরকার উপজেলা প্রতিনিধি

প্রভু যীশুর আগমন বার্তা প্রচারে ও পালনে আনন্দে মেতেছেন। পিমে শিষ্টার,শিষ্টার এলি,শিষ্টার রনি,শিষ্টার বিমলা সাধু যোহনের ধর্মপল্লী,ধাইরপাড়া
সন্মানিত সুধী,আমাদের আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করবেন। আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে,আগামী ২৫শে ডিসেম্বর ২০১৯খ্রিঃ উদযাপন করতে যাচ্ছে।
উক্ত অনুষ্ঠানে,ধাইরপাড়া কাথলিক মন্ডলীর পালকীয় পরিষদের সদস্য ও দপ্তর প্রধানগণ অংশগ্রহণ করবেন। সাথে খ্রিষ্ট যীশুর জন্মাতিথি শুভ বড়দিনের আনন্দ উৎসব সহভাগী হতে আমরা আপনাদেরকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সদয় অবগতির জন্য অনুষ্ঠান সূচী প্রধান করা হলঃ অগ্রিম শুভ বড়দিনের শুভেচ্ছা প্রিয় দেশবাসীকে। ধোবাউড়া উপজেলা ময়মনসিংহ।