১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জেলা/উপজেলা, ময়মনসিংহ গৌরীপুরে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপিত
১০, ডিসেম্বর, ২০১৯, ৯:০৩ অপরাহ্ণ -

শামীম খান, গৌরীপুর

বাংলাদেশ মানবাধিকার কমিশন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে বিশ^ মানবাধিকার দিবস উপলক্ষে মঙ্গলবার (১০ডিসেম্বর/১৯) বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান।
সংগঠনের সিনিয়র সহসভাপতি মোঃ শফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন। বক্তব্য রাখেন গৌরীপুর পৌরসভার কাউন্সিলার আব্দুল কাদির, প্রেসক্লাবের সহসভাপতি আলী হায়দার রবিন, ইসলামাবাদ মাদরাসার উপাধ্যক্ষ মোঃ এমদাদুল হক, সহকারী শিক্ষক মোঃ ইয়াহিয়া, মোঃ আমিরুল মোমেনীন, পূর্বধলা ভোরের কাগজ প্রতিনিধি তিলক রায় টুলু, আজকালের খবরের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বুরহান, ডাঃ সঞ্জিব পাল, ধনিয়াকান্দি মাদরাসার অধ্যাপক মোশারফ হোসেন সোহেল, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোখলেছুর রহমান, এম.এ সালাম অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আব্দুস সালাম, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি ডাঃ এ.কে.এম মাহফুজুল হক, কবি শামীমা খানম মীনা, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, সাংঠনিক সম্পাদক মোঃ সামছুজ্জামান আরিফ, পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আল ইমরান মুক্তা, মানবাধিকার কর্মী সুবীর কুমার হোম চৌধুরী, ইন্দ্রজিদ দে পাপ্পু, অলকেশ পন্ডিত, মোঃ শামীম আনোয়ার শামীম, মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।