ধোবাউড়া প্রতিনিধি( বার্নার্ড সরকার)-
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত।
অদ্য ১০-১২-২০১৯-খ্রিঃ মঙ্গলবার অনুষ্ঠানের মুলসুরঃ মানুষের অধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা। স্থানঃ টি,ডব্লিউ,এ কালচারাল একাডেমী হলরুম থেকে একটি র্যালি বেলা-১১-টায় বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে উক্ত র্যালিটি বেলা ১২-টায়,টি,ডব্লিউ, এ,কালচারাল একাডেমী হলরুমে এসে শেষ হয়। আহবায়ক-এডওয়ার্ড নাফাক
চেয়ারম্যান (TwA) শুভেচ্ছা বক্তব্য-অতুল স্কু,(ফিল্ড অফিরাস) আলোক-২-কর্মকর্তা) বক্তব্য-অনুপমা চিরান,(থেংসুয়া আচিক তেঃ ইউনিয়ন) অনুদান কমিটির সম্পাদক। মোঃ আবু সাইদ (ঢাকা বিশ্ববিদ্যালয়) জলবায়ু পরিবর্তন প্রকল্প। অবিনাশ বাজি (সাবেক চেয়ারম্যান সিলেট) এক্সিবিশন বনোয়ারী জেনারেল সেক্রেটারী TWA। সমাপনি বক্তব্য-Twa-চেয়ারম্যান এডুয়ার্ড নাফাক। সঞ্চালনা-গোলাপি চিসিম,উপস্থিত ছিলেন-বিশেষ অতিথিবৃন্দ কারিতাস এর কর্মকর্তাবৃন্দ-Twa-এর কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন এলাকার আদিবাসী ভাই ও বোনেরা প্রমুখ।আয়োজনেঃ টি,ডব্লিউ,এ,এ,সি,ডি,এফ,ধোবাউড়া,সহায়তাঃ কারিতাস আলোক-এল,আর ডি,প্রকল্প,ধোবাউড়া,ময়মনসিংহ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল