আরিফ রববানীঃ ময়মনসিংহ বিভাগকে বাল্যবিবাহ মুক্ত করতে ১১ ডিসেম্বর বিভাগের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে ত্রিশাল উপজেলার ৪নং কানিহারী ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্তর হইতে আহাম্মদাবাদ বাজার এলাকায় বুধবার সকাল ১১টা থেকে ঘন্টাব্যাপি এ মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী উজ্জ্বলের নেতৃত্বে বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তি বর্গ ও শিক্ষকসহ স্থানীয় সকল শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে “মুজিব বর্ষ” কে সামনে রেখে “বাল্যবিবাহ মুক্ত ময়মনসিংহ বিভাগ” বাস্তবায়নে ত্রিশাল উপজেলার ৪নং কানিহারী ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই র্যালী, মানববন্ধন, গণস্বাক্ষরতা অভিযান কর্মসুচী পালন করা হয়। অনুষ্ঠানে ছেলে-মেয়েদের অপ্রাপ্ত বয়সে বিয়ে দেওয়া থেকে বিরত থেকে বাল্য বিবাহমুক্ত ইউনিয়ন গড়তে ইউনিয়নবাসীকে শপথবাক্য পাঠ করান ইউপি চেয়ারম্যান মোঃ আশরাফ আলী উজ্জল।