ধোবাউড়া প্রতিনিধি(বার্নার্ড সরকার)-ঃ
ময়মনসিংহের-ধোবাউড়া উপজেলা অাওয়ামী লীগের সভাপতি(ভারপ্রাপ্ত) বাঘবেড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ৭১-ত্তরের যুদ্ধাহত,
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এয়াকুব আলী-খান গত রাত ১২-৩০-মিনিটে( ১২-১২-২০১৯খ্রিঃ) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এয়াকুব আলী-খান সাহেবের এর জানাজার নামাজ অদ্য বিকাল ৩-৩০-মিনিটে ১৩-১২-২০১৯ ইং মুন্সিরহাট হাইস্কুল মাঠে। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এয়াকুব আলী-খান সাহেবের মৃত্যুতে আমরা ধোবাউড়া বাসী সকলেই শোকাহত।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল