১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জেলা/উপজেলা, ময়মনসিংহ গৌরীপুরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৮ম যুব মিনি ম্যারাথন অনুষ্ঠিত।।
১৪, ডিসেম্বর, ২০১৯, ৭:৪৫ অপরাহ্ণ -

শামীম খান,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি-ঃ

গৌরীপুর স্বজন সমাবেশের উদ্যাগে শুক্রবার (১৩ডিসম্বর/১৯) মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৮ম যুব মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক শহীদ হারুণ পার্কে থেকে দেশের ১৫টি জেলার ১১৩জন প্রতিযোগী এ খেলায় অংশ গ্রহণ করন। চ্যাম্পিয়ান হন বাংলাদেশ নৌবাহিনীর দৌড়বিদ নুরুজ্জামান। তার বাড়ি নোত্রকাণা জলার বিশুরা। খেলা পরিচালনা করন গৌরীপুর শারীরিক শিক্ষক সমিতির সভাপতি মাঃ আব্দুল মালেক ও স্বজনের সাহিত্য সম্পাদক আমিরুল মোমেন।
পর্যায়ক্রম সরা ১০জন হলেন গৌরীপুরের নারায়ন চন্দ্র সরকার, ঢাকার আরিফ হাসান, মোঃ রানা মিয়া, গৌরীপুরের সুজন চদ্র মোদক, আব্দুল হালিম, মির্জাপুরের আব্দুল হক আব্দুল্লাহ, আরএফএলএর কর্মকর্তা লোকমান হাকিম, কবীর হাসূন সুজন, শুভংকর ঘাষ, কিশারগঞ্জের মাখন মিয়া। বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, স্বজনের ক্রীড়া সম্পাদক মোঃ মায়াজ্জল হাসন, লেখক সংঘের কোষাধ্যক্ষ মোখলেছুর রহমান, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বোরহান, মহিলা পরিষদর সাধারণ সম্পাদক মমতাজ বগম।
পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর প্রসক্লাবর সভাপতি মাঃ শফিকুল ইসলাম মিঠু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মোঃ এমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ ও গৌরীপুর স্বজন সমাবেশের উপদেষ্টা সাংবাদিক মোঃ রইছ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখন উপজলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফারামের সভাপতি বেগ ফারুক আহাম্মদ, সরকারি কলেজের সাবেক ভিপি মোঃ মাহফুজ উল্লাহ, হজ্ব এজেন্সী হলিডেজের অংশীদার আলহাজ্ব আলী এমদাদ খান মাহন, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ফকির, এনায়তলেত হাসান শামীম, সার্ডোর ম্যানজার আব্দুল বাছদ, স্বজন মেডিকল টিম প্রধান ডাঃ এ কেএম মাহফুজুল হক, উপজেলা স্বজনের সহ-সভাপতি শামীমা খানম মীনা, দড়বিদ মাঃ নুরুল হক, মাঃ আব্দুল মানান, মাঃ কামাল হাসান, বিজন সরকার, সাহিত্য সম্পাদক গাপা দাসা, প্রতিমা রাণী সরকার, উপজলা স্বজনের সাবেক সহ-সম্পাদক মাজদুর রহমান মিঠুন, পর স্বজনের সাধারণ সম্পাদক আল ইমরান মুক্তা, সাংগঠনিক সম্পাদক আনায়ার হাসন শরীফ, কলজ স্বজনের সভাপতি মাঃ আল আমিন, বাহাদুর, ইনচার্জ তাসাদদুল করিম, স্বজন নুর মোহাম্মদ খান প্রমুখ।