একে এম, আসাদুজ্জামান পাইলটঃ শনিবার ১৪ ডিসেম্বর/২০১৯ ময়মনসিংহের ত্রিশালে বীর মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ রায়ের নামে একটি সড়ক উদ্বোধন ও ত্রিশালের মেয়র এ.বি.এম অানিছুজ্জামান অানিছের ব্যক্তিগত উদ্যোগে শহীদ পরিবার ও জাতির শ্রেষ্ঠসন্তান বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
জাতীয় কবি নজরুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার।
ত্রিশাল পৌরসভার মেয়র এ.বি.এম আনিছুজ্জামানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানে সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল জাকির। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নুরুল মোমেন,বীর মুক্তিযোদ্ধা কামাল পাশা,বীর মুক্তিযোদ্ধা মোজাহিদ খান ভুলা বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান বীর মুক্তিযোদ্ধা আলাল উদ্দিন প্রমুখ।