১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জেলা/উপজেলা, ময়মনসিংহ ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক- অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ আরোহী নিহত।।
১৯, ডিসেম্বর, ২০১৯, ৫:৪১ অপরাহ্ণ -

তারকান্দা প্রতিনিধি-ঃ অদ্য বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার শশার বাজার এলাকায় ময়মনসিংহ-ফুলপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে তারাকান্দা থানার ওসি মিজানুর রহমান বলেন, অটো রিকশা টি যাত্রী নিয়ে ময়মনসিংহ যাচ্ছিল।

হালুয়া ঘাটগামী একটি ট্রাক শশার বাজার এলাকায় ওই অটোরিকশাকে চাপা দিলে চালক ও দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। নিহতদের মধ্যে অটোরিকশার চালকের নাম জানা গেছে, তিনি তারাকান্দা উপজেলার আউটদার গ্রামের ইউনুস আলীর ছেলে রুবেল মিয়া( ২৩)। তাৎক্ষণিকভাবে বাকিদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।শীতের সকালে ঘন কুয়াশার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওসি মিজানুর রহমান।