১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জেলা/উপজেলা, ময়মনসিংহ কুয়াশায় ঢাকা একটি গোশালা।।ঐশ্বরিক নৈকট্যের বহিঃপ্রকাশ।।
২৩, ডিসেম্বর, ২০১৯, ১১:১১ অপরাহ্ণ -

বার্ণার্ড সরকারঃ

শিশির সিক্ত জীর্ণ একটি গোশালা জ্যোতির্ময় আলোয় ঝলমলে দাঁড়িয়ে রয়েছে স্মৃতি,ইতিহাসের পাতায়। এই সুন্দর পৃথিবীর মাঝে মানুষ এতো আনন্দময় জীবন কৃষ্ণচূড়ার মতো। ধনী,দরিদ্র মানুষ এই নিষ্ঠুর পৃথিবীতে কখনো হাসে আবার কখনো কাঁদে, প্রকাশ্যে ভুলের মাঝে মানুষ কাটাচ্ছে।

হ্যাঁ,তাইতো সত্যি নীরব নিশিথে অলৌকিক চিহ্নতারা উজ্জ্বল আলোতে ভরে উঠল! কুয়াশায় ঢাকা জীর্ণ একটি গোশালাতে মাঝরাতে মহামানব শিশু যীশু জন্ম নিল মারীয়ার কোলে কচি মুখে হাসি হেসে। হ্যাঁ,কেউতো থাকবে না পাপের পথে,খুঁজে পেলো মানুষ মুক্তির শুভ সংবাদ বিশ্ব মানবজাতি উঠিল মেতে মহানন্দে।