বার্ণার্ড সরকারঃ
শিশির সিক্ত জীর্ণ একটি গোশালা জ্যোতির্ময় আলোয় ঝলমলে দাঁড়িয়ে রয়েছে স্মৃতি,ইতিহাসের পাতায়। এই সুন্দর পৃথিবীর মাঝে মানুষ এতো আনন্দময় জীবন কৃষ্ণচূড়ার মতো। ধনী,দরিদ্র মানুষ এই নিষ্ঠুর পৃথিবীতে কখনো হাসে আবার কখনো কাঁদে, প্রকাশ্যে ভুলের মাঝে মানুষ কাটাচ্ছে।
হ্যাঁ,তাইতো সত্যি নীরব নিশিথে অলৌকিক চিহ্নতারা উজ্জ্বল আলোতে ভরে উঠল! কুয়াশায় ঢাকা জীর্ণ একটি গোশালাতে মাঝরাতে মহামানব শিশু যীশু জন্ম নিল মারীয়ার কোলে কচি মুখে হাসি হেসে। হ্যাঁ,কেউতো থাকবে না পাপের পথে,খুঁজে পেলো মানুষ মুক্তির শুভ সংবাদ বিশ্ব মানবজাতি উঠিল মেতে মহানন্দে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল