বার্ণার্ড সরকার(ধোবাউড়া প্রতিনিধি)-ঃ
খ্রিস্ট ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষ্যে খ্রিস্ট সম্প্রদায়ের অধিবাসী তথা বাংলাদেশের সকল জনসাধারণকে ধোবাউড়া উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন সংস্থাটির ধোবাউড়া শাখার চেয়ারম্যান মিঃ এডওয়ার্ড নাফাক ও সাধারণ সম্পাদক মিঃ এক্সিবিশন বনোয়ারী।
ধোবাউড়া ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ অভিনন্দনবার্তায় বলেন,
চিরায়ত বাংলার হাজার বছরের ঐতিহ্য অসাম্প্রদায়িক বাংলাদেশে "ধর্ম যার যার উৎসব সবার" এই নীতিতে যার যার ধর্মের বিধি ও অাচার মোতাবেক ধর্মীয় অনুষ্ঠান পালন করে অাসছে।
তারই ধারাবাহিকতায় যীশুখ্রিষ্টের অনুসারীরা বড়দিন পালন করে এবং বিভিন্ন অাচার-অনুষ্ঠানাদি পালন করে।সারা বাংলাদেশের গীর্জাগুলোতে বড়দিনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়,কৃত্রিম গোশালা তৈরি করা হয়,ক্রিসমাস ট্রি বর্ণিল সাজে সাজানো হয় এবং সান্তাক্লজ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করে শিশুদের মাঝে।
অদ্য ২৪-১২-২০১৯ মঙ্লবার ময়মনসিংহের খ্রিস্ট ধর্মাবলম্বী অধ্যুষিত সীমান্তবর্তী অঞ্চল ধোবাউড়ায় ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মিঃ এডওয়ার্ড নাফাক ও সাধারণ সম্পাদক মিঃ এক্সিবিশন বনোয়ারী ধোবাউড়া উপজেলার ৮৭ টি গ্রামের ৮৪ টি গীর্জার কর্মাধ্যক্ষদের হাতে বড়দিন উপলক্ষে অার্থিক অনুদান প্রদান করেন এবং দুঃস্থ -হতদরিদ্র -অসহায়দের মাঝেও অর্থ সাহায্য বিতরণ করেন।
ধোবাউড়া ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক খ্রিস্টধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব যথাযথ মর্যাদায় পালনে সহায়তার জন্য ধোবাউড়া থানার অাইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সিভিল প্রশাসনের কর্তাব্যক্তি ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল