১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জেলা/উপজেলা, ময়মনসিংহ মুক্তাগাছায় স্বপ্নধারা সমাজ কল্যাণ সংস্থার অভিষেক অনুষ্ঠান ও কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন।
২৯, ডিসেম্বর, ২০১৯, ৪:৫১ অপরাহ্ণ -

এনামুল হক,মুক্তাগাছা প্রতিনিধিঃ

মুক্তাগাছা উপজেলা শারীরিক শিক্ষা কলেজ সংলগ্ন স্বপ্নধারা সমাজ কল্যাণ সংস্থার অভিষেক অনুষ্ঠান ও কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম মনিরুজ্জামান আকাশ ( মনির মাস্টার) উদ্বোধন করেন সাংবাদিক ও গীতিকার এ এস এম সাদেকুল ইসলাম। বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক হোসাইন আহাম্মেদ সুলভ। এ সময় সংস্থার বিভিন্ন উন্নয়ন অগ্রগতি পরিচালনা পর্ষদ নিয়ম নীতি সহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম সফির উদ্দিন আহম্মেদ। স্বপ্নধারা সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা সদস্য এম এ মান্নান। মোঃ ইমান আলী মাস্টার। মোঃ বিল্লাল হোসেন মাস্টার আজীজুল হক আরজু সহ গণ্যমান ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংগঠনের ও রাজনৈতিক নেতৃবৃন্দ।