শামীম খান, গৌরীপুর ময়মনসিংহ প্রতিদিন :
ময়মনসিংহের গৌরীপুরে সকল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বুধবার (১ জানুয়ারী) শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ উৎসব পালিত হয়েছে। এদিন গৌরীপুর চকপাড়া হেলাল উদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সৈয়দ আবু সাঈদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।
চকপাড়া হেলাল উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি সভাপতি প্রদীপ বাগচী ও প্রধান শিক্ষক সুজলা আক্তারের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, পৌর প্যানেল মেয়র দেওয়ান মাসুদুর রহমান খান সুজন, পৌর মহিলা কাউন্সিলর দিলুয়ারা আক্তার, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (স্থগিত কমিটি) ইমতিয়াজ সুলতান জনি, পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন প্রমুখ।
এর আগে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম সৈয়দ আবু সাঈদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন স্কুলের এসএমসি সভাপতি সৈয়দ মাজহারুল ইসলাম জুয়েলসহ প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল