আজিজঃ
মুজিব বর্ষ ও ইংরেজী নবর্ষের প্রথমদিনে বুধবার সারাদেশের ন্যায় ফুলবাড়ীয়ায় উসব মুখল পরিবেশে আনুষ্ঠানিকভাবে নতুন বই বিতরণ করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, গণপরিষদ সদস্য ও জাতীয় সংসদ সদস্য মোঃ মোসলেম উদ্দিন এডভোকেট।
উপজেলা শিা অফিস কর্তৃক আয়োজিত বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব-২০২০ অনুষ্ঠানে সরকারী ফুলবাড়ীয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বই উৎসব উদ্বোধন করেন। বই বিতরণ শেষে শিার্থী ও অভিভাবকদের উদ্দেশ্য মূল্যবান বক্তব্য রাখেন বর্ষিয়ান এই নেতা। এ সময় উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল সিদ্দিক, ফুলবাড়িয়া থানার ওসি ফিরোজ তালুকদার, উপজেলা শিা কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকি, উপজেলা মাধ্যমিক শিা কর্মকর্তা আবুল কালাম আজাদ, জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট ইমদাদুল হক সেলিম, সাবেক ছাত্রনেতা হারুন অর রশিদসহ অণ্যান্যরা উপস্থিত ছিলেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল