১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জেলা/উপজেলা, ময়মনসিংহ ধোবাউড়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।।
২, জানুয়ারি, ২০২০, ১০:৩০ অপরাহ্ণ -

ধোবাউড়া প্রতিনিধি (বার্নার্ড সরকার):

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগ এর দলীয় কার্যালয় হইতে সকাল-১১টায় একটি বিক্ষোভ মিছিল বেড় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বেলা ১টায় দলীয় কার্যালয়ে এসে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলটি শেষ হয়। ২/১/২০২০ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ময়মনসিংহের কৃতি সন্তান সনজিত চন্দ্র দাস ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিপ্লবী-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ কেন্দ্রীয় ছাত্রলীগের সকল নেতা কর্মীদের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ধোবাউড়ায় রাজ পথে নেমে আসে সকল সকল ছাত্রলীগ নেতৃবৃন্দ।

ধোবাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল বারেকের উপস্থিতিতে মিছিলের নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের বিপ্লবী ছাত্রলীগ নেতা শেখ সোহেল রানা।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ধোবাউড়া উপজেলা শাখার, সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস (বাবুল), উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশীষ চন্দ্র হোড়, ধোবাউড়া সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মোতালেব আকন্দ। ধোবাউড়া সেচ্ছাসেবক লীগের আহবায়ক আফতাব উদ্দিন বাবুল।

এই বিক্ষোভ মিছিলে সংহতি প্রকাশ করে ধোবাউড়া আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল বলেন, এই মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। তা না হলে সারা বাংলাদেশের ছাত্র সমাজ এর প্রতিবাদে মাঠে নেমে আসবে। দুর্নীতি ছাত্র সমাজের ললাটে কলঙ্কের কালিমা লেপন করে যে,সকল শিক্ষার্থীরা দুর্নীতিগ্রস্ত নিন্দিত হয়। অবাধ দুর্নীতির কারণে বর্তমানে দেশে আমরাও নিন্দিত। বিশ্বের মানুষের কাছে দিন দিন আমরা হীন হয়ে পড়েছি। এ অবস্থার আশু আমরা পরিবর্তন করে জাতিকে ন্যায় ও সত্যের বেদীমূলে দাঁড় করাতে না পারলে আমাদের কষ্টার্জিত স্বাধীনতা অর্থহীন হয়ে পড়বে।

ধোবাউড়া ছাত্রলীগের সভাপতি আব্দুল বারেক সংহতি প্রকাশ করতে গিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস আমাদের দেশ ও ছাত্র সমাজ ময়মনসিংহের গর্ব, তার বিরুদ্ধে যে ধরনের অপপ্রচার করা হচ্ছে তা সত্যিই দুঃখজনক। সনজিত ও সাদ্দাম দুইজনই খুব ভাল ব্যক্তিত্বের অধিকারী। তাদের সহ যে ৩৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে তা যত দ্রুত সম্ভব প্রত্যাহার করতে হবে।
পরিশেষে বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘোষনা করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল বারেক।