ধোবাউড়া প্রতিনিধি(বার্নার্ড সরকার):
বাংলাদেশ ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধোবাউড়া উপজেলা ছাত্রলীগ বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করে।অনুষ্ঠানমালায়
প্রধান অতিথিঃ মিঃ জুয়েল আরেং এমপি মহোদয়,সংসদ সদস্য-ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ধোবাউড়া) বিশেষ অতিথিঃ বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন,সহ-সভাপতি,ধোবাউড়া উপজেলা আওয়ামীলীগের,নেতৃবৃন্দ মহিলা কলেজের অধ্যক্ষঃ মোঃ হেলাল উদ্দিন,সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান,মোঃ মুজিবুর রহমান,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জয়নাল সরকার,সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মনোয়ার হোসেন রিপন,প্রচার সম্পাদক মোঃ তুলা মিয়া,যুবলীগ ইকবাল হোসেন,আরো অন্যান্য আওয়ামীলীগ এর সকল অংগ সহযোগী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ধোবাউড়া প্রেসক্লাব এর ৩৯-তম প্রতিষ্ঠাবার্ষিকী ৪-জানুয়ারী,২০২০খ্রিঃ রোজঃ শনিবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপিত করেন,মাননীয় সংসদ সদস্য মিঃ জুয়েল আরেং এমপি মহোদয়। ধোবাউড়া প্রেসক্লাবের অনুষ্ঠান শেষে এশা-নামাজ বাদ,বাংলাদেশ আওয়ামীলীগের দলিয় কার্যালয়ে এসে সংসদ সদস্য মিঃ জুয়েল আরেং এমপি মহোদয় বাংলাদেশ ছাত্রলীগের ৪-জানুয়ারী (৭২) তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটার মাধ্যমে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী আনুষ্ঠানিক ভাবে (৭২) তম ছাত্রলীগের অনুষ্ঠানটি পালন করেন সকল আওয়ামীলীগ এর ও অংগ সহযোগী দলিয় নেতৃবৃন্দদের নিয়ে।
মোঃ মেহেদী হাসান রনি-সাধারণ সম্পাদক,বাংলাদেশ ছাত্রীলীগ,ধোবাউড়া উপজেলা শাখা,ময়মনসিংহ। সাবেক সদস্য, বাংলাদেশ ছাত্রীলীগ,ময়মনসিংহ জেলা শাখা।।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল